[email protected] শুক্রবার, ১ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগ, জরিমানা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৪:০১
আপডেট: ২৩ মে ২০২৪ ১৪:০৫

সংগৃহীত ছবি

ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে ডিম বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।

সোহেল শেখ জানান, কাজী ফার্ম প্রতি পিস ডিম ৯ টাকা ৪৭ পয়সা বিক্রি করে সেক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০ টাকা ৫৭ পয়সা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা বিক্রি করছেন, যা অপরাধ। এছাড়া ব্যবসায়ীরা মূল্যতালিকাও ঠিকমতো রাখছেন না। এজন্য ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, বাজার তদারকি অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্সকে ৮ হাজার, মোল্লা স্টোরকে ৩ হাজার এবং দিশারী টেড্রার্সকে ২০ হাজারসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের টিম সার্বিক সহযোগিতা করেন।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর