[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ০২:১১

ফাইল ছবি

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না এসএমজি, এক নলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার, দা, স্টিলের কিরিচ এবং লোহার সাইকেল চেইন ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর