[email protected] শুক্রবার, ১ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

বিচারপতি মানিক আরেক মামলায় গ্রেপ্তার

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০১

রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডি থানার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। মানিকের আইনজীবী জামিন চেয়ে শুনানি করলে বিচারক তা নাকচ করে দেন।

জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব নামে এক কিশোর। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ২২ নং এজাহারনামীয় আসামি মানিক।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর