[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১৪:২৮
আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৪:০৪

ফাইল ছবি

ছয়দিনের মধ্যে টানা পঞ্চমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরিতে ৩১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার, ২৮ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। আজ বিকাল ৪টা থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।

সবশেষ গতকাল শনিবার ৬৩০ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৯৩০ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৯২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ২১০ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৬৩২ টাকা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর