[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

তিতুমীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১

ফাইল ছবি

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেলগেট এলাকায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

এ কর্মকর্তা বলেন, ঢাকার মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেলপথ অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা।

আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন,  উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিলো ঘণ্টায় ৩০ কিলোমিটার। এরমধ্যে তিতুমীর রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হয়েছে। তবে কোনো সমস্যা হয়নি। 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর