আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি সম্প্রতি দেশটিতে জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। এছাড়া সামনের আগস্টে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে প্রধান উপদেষ্টার আসন্ন সফর নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের ঢাকা ফেরার কথা রয়েছে।
এমএএন
মন্তব্য করুন: