[email protected] বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০০:১০

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। এ ছাড়া মব ভায়োলেন্স, চাঁদাবাজি গ্রহণের মতো অপরাধ কেউ করলে ক্ষমা করা হবে না।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন জরুরি। আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু দোষারোপ নয়, সবার অংশগ্রহণে এই ভয়াবহতা রোধ করতে হবে।

তিনি আরও বলেন, আজকের সভা কক্সবাজারে করা হয়েছে, কারণ মাদক প্রবেশের মূল প্রবেশপথ এখান থেকেই। টেকনাফ-কক্সবাজার সীমান্ত হয়ে মাদক ঢুকছে। স্থানীয়দেরও আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

গণসচেতনতায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। কেউ আইন নিজের হাতে তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, মব ভায়োলেন্সের মতো অপরাধ বরদাস্ত করা হবে না।

কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক),  প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

এছাড়াও, সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, বিজিবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধীনস্থ দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর