[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৪:৫৪

ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই মধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে ফার্মের বিদ্যুৎ সংযোগ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এর আগে অভিযানের খবরে, গত রাত থেকেই সাদিক অ্যাগ্রো থেকে বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান হবে এই খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল গতরাতে সরিয়ে নিতে দেখেছি। এ ছাড়া রাস্তার ওপরে তাদের প্যান্ডেল করা ছিল, অস্থায়ী স্থাপনা ছিল সেগুলো তারা দ্রুত সরিয়ে নিয়েছে। 

 

 

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর