সুষ্ঠু নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন্তব্য করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। পাটগ্রামে আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।
নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জনগণের সুখে দুঃখে আমরা পাশে থেকেছি। ভোটাধিকার নিশ্চিত করতে অধ্যাপক গোলাম আযম প্রথম কেয়ারটেকার সরকার ব্যবস্থার প্রস্তাব দেন। তার ভিত্তিতে ১৯৯১ সালে একটি নির্বাচন হয়, এরপর আরও দুটি-তিনটি নির্বাচন। পরে সেই কেয়ারটেকার ব্যবস্থাকে গ্রাস করা হয়।
পরে তিনি বেলা ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন।
এমএএন
মন্তব্য করুন: