[email protected] মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ০১:৩১

গ্রেফতারকৃত মো: নাইমুর রহমান, হারুন ও আলামিন মোল্লা।

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। তারা হলেন- মো: নাইমুর রহমান(২২), হারুন(২৪) ও আলামিন মোল্লা(২০)।

সোমবার (৭ জুলাই) ভোরে শ্যামপুর জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ জন কর্মী সরকারবিরোধী মিছিল করছিল।

খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। এসময় ঘটনাস্থল থেকে নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর