[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেউ ক্যাম্পাসের বাইরে রাজনীতি করতে পারবে কি-না সেই বিষয়ে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এর আগে, জরুরি সিন্ডিকেট সভাটি সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চলে। সভায় সিন্ডিকেটের ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন অংশ নেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লিখেছেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর