[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

রাজধানীর বাড্ডা থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজন আটক

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২২ মে ২০২৪, ২০:৩২
আপডেট: ২৩ মে ২০২৪ ১২:০৫

ফাইল ছবি

বুধবার (২২ মে) রাতে রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় একটি বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জানা যায় বুধবার (২২ মে) রাতে ওই কারখানায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তথ্যের ভিত্তিতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয়।

অভিযানের পূর্বে লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছিলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর