[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

খুব শিগগিরই দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ২১:২০

তারেক রহমান

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি।

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে দেওয়া বক্তব্যে (ভার্চুয়ালি যুক্ত হয়ে) তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় তারেক রহমান বলেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান।

দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহযোগিতা করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর